চট্টগ্রামে পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে পাহাড়ি এলাকার ১.০০ একর পাহাড়ি জমি থেকে ৭ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় পাহাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা প্রদান করেন সিএমপির আকবর শাহ থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যরা। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ডাকাতি করতে গিয়ে আটক ৪
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার