চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে পাহাড়ি এলাকার ১.০০ একর পাহাড়ি জমি থেকে ৭ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় পাহাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা প্রদান করেন সিএমপির আকবর শাহ থানা পুলিশের একটি টিম, আনসার সদস্যরা। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।