চট্টগ্রামে নতুন শনাক্ত তিনজন মৃত্যু ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ টি নমুনা পরীক্ষা করে আরো ৩ জনের দেহে করোনা ভাইরাস শনান্ত হয়েছে। তিনজনই নগরীর বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ১৪৫ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৯২০ জন, বাকি ২৮ হাজার ২২৫ জন উপজেলার।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন নগরীর বাসিন্দা এবং ৫৯৭ জন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জ্বর সর্দির প্রকোপ
পরবর্তী নিবন্ধ১৭ মাসে সর্বনিম্ন মৃত্যু