চট্টগ্রামে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সতর্ক করছে জাতীয় ভোক্তাধিকার

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সচেতন করতে বাজার মনিটরিংয়ে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

যাচাই বাচাই করছে ক্রয় বিক্রয় রশিদ। এ সময় সাথে ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা। এমন কার্যক্রমকে সাধুবাদ জানান স্থানীয়রা। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতা চায় নগরবাসী।

আজ শনিবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম রিয়াজউদ্দিন কাঁচাবাজারে সতর্কতামূলক অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

এসময় কয়েকটি আড়তের কাগজপত্র পর্যালোচনা করা করেন তারা। ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বিভিন্ন পণ্যের মূল্যে গরমিল পাওয়া গেছে। আমরা তাদের সতর্ক করেছি। যাতে পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি না করে। অতিরিক্ত মুনাফা করে বাজারে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করে।

ক্যাবের সদস্যরা বাজারের সবজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করতে দেখা যায় তাদের। ব্যবসায়ীদের সতর্ক করেন যাতে অতিরিক্ত মুনাফা না করে সেন্ডিকেট ভেঙে দেওয়ার আহবান জানাই। পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে কোন অনিয়ম ধরা পড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করা করনে তারা।

ক্যাবের সদস্যরা বলেন, আমরা বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সচেতন করছি। যাতে তারা কোনভাবে বাড়তি মুনাফা করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে। যার যার স্থান থেকে সবাইকে মানবিক হওয়ার আহবান জানানো হয়েছে। ব্যবসায়ীদের কোন অনিয়ম করলে ভোক্তাধিকারকে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিএনপির আনন্দ র‌্যালি-সমাবেশ
পরবর্তী নিবন্ধপদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি