চট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরও ১৪ হাজার মানুষ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল সোমবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ হাজার ২৬৬ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬ হাজার ৭০৩ জন এবং নগরীর ৭ হাজার ৫৬৩ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৯০ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ১ লাখ ১২ হাজার ৯০২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ১০ হাজার ২৮৮ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। তবে সরকারি নির্দেশনায় গতকাল থেকে চট্টগ্রামসহ সারাদেশে বন্ধ রয়েছে এ কার্যক্রম।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৫৩ হাজার ২৫৩ জন ও জেলার বিভিন্ন উপজেলার ২ লাখ ৫০৭ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধধোপাছড়ি বাজারে আগুন, পুড়ল ঈদের মজুদ পণ্য
পরবর্তী নিবন্ধআক্রান্তদের বেশিরভাগের শরীরে গড়ে উঠছে না অ্যান্টিবডি