চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ পেয়েছেন তিন আইনজীবী। তারা হলেন, রেজাউল করিম রনি, মো. কবির হোসেন ও মোকাররম হোসেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাদের এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, দুদক পিপি হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী মোকাররম হোসেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং আইনজীবী রেজাউল করিম রনি একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে আইনজীবী মো. কবির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিন আইনজীবী দৈনিক আজাদীকে জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে তারা কাজ করে যাবেন।