চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চল্লিশোর্ধ দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার নগরীর একটি বেসরকারি ল্যাবে একজন নারী ও পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি আজাদীকে বলেন, নগরীর একটি বেসরকারি ল্যাবের পরীক্ষার দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। আমরা বিষয়টি আইইডিসিআরকে জানিয়েছি। জিকা ভাইরাস ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসের (আইএইচআর) তালিকাভুক্ত রোগ হওয়ায় এটি নিশ্চিত করবে আইইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। এখন আইইডিসিআর যদি মনে করে তারা আবার ওই দুজনের নমুনা পরীক্ষা করতে পারে। তারা নিশ্চিত করলে তখন আমরা জিকা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে পারব। তবে চট্টগ্রামের দুইজন মেডিসিন বিশেষজ্ঞ রোগীদের শরীরে জ্বর, ব্যথা, র‌্যাশ ও হাতপা ফোলার মত উপসর্গ দেখে বেসরকারি ল্যাবে পরীক্ষার জন্য পাঠান। আমরা খোঁজ নিয়েছে, বর্তমানে ওই দুইজন রোগী ভালো আছে। জানা গেছে, জিকা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। চিকিৎসাটা মূলত উপসর্গভিত্তিক। এই ভাইরাসে ডেঙ্গুর মতো জীবনঝুঁকি নেই। তবে গর্ভবতী নারীদের অনাগত শিশু অপরিপূর্ণ হয়। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা তিনটিই এডিস মশার কামড়ে থেকে হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না : সিইসি
পরবর্তী নিবন্ধবাংলাদেশি পণ্যে ৩৫% সম্পূরক শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট