চট্টগ্রামে দুজনের মৃত্যু, শনাক্ত আরও ৯৪

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

শনিবার ১ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ৬ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। নতুন শনাক্ত ৯৪ জনসহ চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪০৩ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩৮১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবারের ১ হাজার ৫৫১টিসহ এ পর্যন্ত মোট ৩ লাখ ১৮ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৪০৩ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১১.৪৩ শতাংশ।
নতুন ৭২ জনসহ এ পর্যন্ত ৩৩ হাজার ২ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৯০.৬৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। শনিবার চট্টগ্রামে করোনা শনাক্ত ৯৪ জনের মধ্যে ৮৮ জন মহানগরীর এবং ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসহযোগীসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতারা যমজ, অপকর্মও করে একসাথে