চট্টগ্রামের ভোজন প্রিয়দের জন্য দীর্ঘদিন পর আবারো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ফুড ফেস্টিভ্যাল-২০২১। নগরীর বাওয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফেস্টিভ্যাল আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। হুইজ কমিউনিকেশন্সের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, এলবিয়ান গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, আইনজীবী ও সংগঠক জিনাত সোহানা চৌধুরী। খাবারের পাশাপাশি তিনদিনব্যাপী এই আয়োজনে দর্শকদের জন্য থাকবে মজাদার গেইম শো, যাদু প্রদর্শনী, ডিজে, মাইম শো, ব্যান্ড, দৃষ্টি চট্টগ্রামের সৌজন্যে রম্য বিতর্ক, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনাসহ আরো মনোমুগ্ধকর সব আয়োজন। ফেস্টিভ্যালে চট্টগ্রামের ৩০টি রেস্তোরাঁ ও ক্যাফে অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।