চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলার ভাবনায় দলে তানভির

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

সিলেট থেকে চট্টগ্রামে যেতে যেতে বদলে যাচ্ছে বাংলাদেশ দলের পরিকল্পনাও। সিলেটে সহায়ক কন্ডিশনের তেমন ফায়দা নিতে পারেনি বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা ছাড়া বাকি দুজন পাননি তেমন সাফল্য। পরের ম্যাচে বদলে যাচ্ছে কৌশল। বাড়তি স্পিনার নিয়ে খেলায় ভাবনায় চট্টগ্রাম টেস্টের দলে নেওয়া হয়েছে তানভির ইসলামকে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার ছাড়পত্র পাওয়ায় প্রথম টেস্টের পর নাহিদ রানার চলে যাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু তার জায়গায় কোনো পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার তানভিরকে নিয়েছেন নির্বাচকরা। চট্টগ্রামের উইকেটের সম্ভাব্য চরিত্র ও বাংলাদেশের বোলিং আক্রমণের সম্ভাব্য ছবি ফুটে উঠছে এতে। চট্টগ্রামে যে বাড়তি স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ সেই আভাস দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি বলেন সবকিছুর স্ট্র্যাটেজিক ব্যাখ্যা আসলে আমাদের জায়গা থেকে দিতে পারব না। কিছু পরিবর্তন এমনিতেই বোঝা যায়। নাহিদ রানার জায়গায় আরেকজন পেসার নেওয়া হয়নি। তার মানে, এটি পরোক্ষ বার্তা যে সামনের টেস্টে দুই পেসার নিয়ে খেলব। তাহলে একাদশে স্পিনার বাড়বে একজন।

প্রথম টেস্টের স্কোয়াডে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ সঙ্গে ছিলেন নাঈম হাসান। নতুন করে আরেকজন স্পিনার নেওয়ার ব্যাখ্যা দিলেন গাজী আশরাফ। স্কোয়াডে আগেই একজন স্পিনার আছে। কিন্তু কনকাশন বদলি বা অনুশীলনের সময় কারও ইনজুরির শঙ্কাই হোক, একজন বিকল্প থাকা উচিত। এর আগে আমরা হাসান মুরাদকে ক্যারি করেছি। মাঝে হাতের চিড়ের কারণে তানভির বাইরে ছিল। মুরাদকেও আমরা তৈরি করছি। লাল বলে তাকে দারুণ প্রতিভা মনে করি আমরা। মুরাদকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দেখা যাবে। গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে তাইজুলের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ছিলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের স্পিনের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাকে অনেক দিন ধরেই। কিন্তু চলতি সিরিজের দল থেকে বাদ দেওয়া হয় তাকে। দ্বিতীয় টেস্টেও তাকে না ফিরিয়ে নেওয়া হলো তানভিরকে। যাকে এতদিন মূলত সীমিত ওভারের জন্য বিবেচনা করা হয়েছে। নির্বাচকদের মনে হয়েছে, তানভির এখন টেস্টে বেশি কার্যকর হতে পারেন। তানভিরের লুপ, ফ্লাইট দেওয়ার সামর্থ্য তুলনামূলক ভালো মনে হয়েছে। আমরা মনে করি, সে তুলনামূলক ভালো বিকল্প হবে। হাসান মুরাদও খুব কাছাকাছি থাকবে। প্রথম টেস্টে তাইজুল নিজের সেরা বোলিংটা করতে পারেনি। আশা করি সে ঘুরে দাঁড়াবে। তবে কোনো কারণে যদি লাগে, তানভিরকেই সম্ভাব্য বিকল্প মনে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধবদলে গেল এম এ আজিজ স্টেডিয়ামের নাম