মা ইলিশ সংরক্ষণের মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকার অপরাধে চট্টগ্রামের তিনটি বরফকলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) নগরের সাগরিকা এলাকায় জেলা মৎস্য অধিদপ্তর পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানে মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকা এবং মা ইলিশ সংরক্ষণের মৌসুমে বরফকল চালু রাখার অপরাধে তিনটি বরফ কারখানাকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।