চট্টগ্রামে তথ্য কমপ্লেক্সের জমির দলিল সম্পন্ন

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৪ অপরাহ্ণ

গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় চট্টগ্রামে তথ্য কমপ্লেক্স নির্মাণের জমির দলিল সম্পন্ন হয়েছে। নগরীর পাহাড়তলী সাবরেজিস্টারের কার্যালয়ে গতকাল এ দলিল সম্পন্ন হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে সারাদেশে ২৬টি

 

তথ্য কমপ্লেক্সেএর মধ্যে চট্টগ্রামে সর্বপ্রথম দলিল সম্পন্ন হলো। গ্রহীতা হিসেবে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর এবং দাতা হিসেবে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দলিলে স্বাক্ষর করেন। খবর বাসসের।

এ সময় প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মো. আজিজুল হক নিউটন, পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক মো. সাঈদ হাসান উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে আধুনিক তথ্য

কমপ্লেক্স নির্মাণের জন্য নগরীর বায়েজিদ লিংক রোডস্থ উত্তর পাহাড়তলী মৌজার ১ নং খাস খতিয়ানের ৫০ শতক অকৃষি খাস জমি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের অনুকূলে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়। জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, ভৌত অবকাঠামো

উন্নয়নের পাশাপাশি এখানে সিনেপ্লেক্স ও আইসিটি বিষয়াদি যেমন ইন্টারনেট, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাব স্থাপনের সংস্থান রাখা। আইসিটি বিষয়াদিসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হলে তথ্য কমপ্লেক্স একটি তথ্যভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধচবি সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধঅবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে