চট্টগ্রামে ড. হাসান মাহমুদের বিরুদ্ধে এবার ডাকাতির মামলা

| সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামে এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদসহ ১১৬ বিরুদ্ধে চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে রাঙ্গুনিয়ার এক বাসিন্দা।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলা দায়ের করা হলে মামলার আবেদনটি গ্রহণ করে সরাসরি থানা মামলা হিসাবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দেয় আদালত।

মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩নং ইসলামপুর ৮নং ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা। মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতরি অভিযোগ আনা হয়। মামলা অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের গত আগস্টের ২ তারিখের ঘটনা। ঘটনাস্থল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাস্থ কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়ি।

ঘটনারদিন বিকাল সাড়ে ৪ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র বাদী বাড়িতে হানা দেয় আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করে আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টীলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।

চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয় আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামির কাছ থেকে কোন রকম রক্ষা পায় বলে অভিযোগ তুলে মামলা এজাহারে।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট
পরবর্তী নিবন্ধএস আলমের গাড়ি ব্যবহার : সালাউদ্দিন আহমেদকে বিএনপির শোকজ