চট্টগ্রামে ড্রীমকাস্টের শাখা উদ্বোধন

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে বিজ্ঞাপন জগতে অতি সাফল্যের সাথে ছয় বছর অতিক্রম করেছে ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন। এই সাফল্যের ধারাবাহিকতায় কোম্পানিটি বন্দর নগরী চট্টগ্রামে তাদের নতুন ব্যবসায়িক কর্মবৃত্ত শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে ড্রীমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশন দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য রাতের সাথে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মেটলাইফ অ্যামেরিকান টোব্যাকো কে ডি এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং অতুন বাংলাদেশ।
কোম্পানিটির বিজনেস ডেভ্‌লপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর মারজুক হোসাইন এক সাক্ষাতকারে বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করা এবং আমরা এতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমরা গ্রাহকের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে বন্দর নগরী চট্টগ্রামে আমাদের নতুন শাখা শুরু করছি। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এই শহরে বাংলাদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ব্রান্ড রয়েছে। তবে দেশের সকল এজেন্সিগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় তাদের ব্র্যান্ডিং বা প্রচারণায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যার সমাধান এবং ব্যবসায়ের সুযোগের কথা মাথায় রেখে আমরা চট্টগ্রামে আমাদের ব্যবসায়িক কর্মকান্ড শুরু করতে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমূল্যবৃদ্ধির ক্ষেত্রে সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় রাখা জরুরি