চট্টগ্রামে ডেঙ্গু সেবার পরিধি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সাথে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান তিনি। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য ১০০ শয্যা বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। অত্যন্ত কম খরচে খাবার এবং চিকিৎসাসেবা প্রদান করছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতালে বিভিন্ন উপকরণের সংকট রয়েছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুজন এসময় জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। তারা সকলেই জেনারেল হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা গ্রহণ করারও অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।