চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে একইদিন মারা যান ওমর ফারুক নামে ২০ বছর বয়সী এক তরুণ। বান্দরবানের লামার বাসিন্দা ওমর ফারুক ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া গত বৃহস্পতিবার ভর্তি হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা যান শাবানা নামে ৩০ বছর বয়সী এক নারী।
ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়ছে ৩৯ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এরমধ্যে নগরীতে ২ হাজার ৩৬৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন। চলতি নভেম্বরে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০৯ জন এবং মারা যান ১৪ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন।
চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৫৭ জন পুরুষ, ১ হাজার ১৭ জন নারী এবং ৬৭০ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ২০ জন, পুরুষ ১৫ জন এবং ৪ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।