চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ২৫

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫৮ বছরের ওই নারীর মৃত্যু হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজার থেকে ওই রোগীকে শুক্রবার চমেক হাসপাতালে এনে ভর্তি করা হয়, ওইদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হল চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ১৯ জন।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধীদের আস্ফালন জাতীয় ও আন্তর্জাতিক চক্রের আশকারায়