চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

নতুন শনাক্ত ৪৪ জন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খাগড়াছড়ির বাসিন্দা ৩০ বছর বয়সী সুমন ত্রিপুরা গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। একই দিন তিনি মারা যান।

এছাড়া নগরীর বাকলিয়ার বাসিন্দা ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৩ অক্টোবর চমেক হাসপাতালে ভর্তি হয়। ৭দিন পর মঙ্গলবার তিনি মারা যান। এর আগে গত সোমবার একদিনে দুইজন ডেঙ্গুতে মারা যান। এ নিয়ে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ২৫ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৯২ জন। এর মধ্যে নগরীতে ১ হাজর ৮৪৬ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬ জন। অপরদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৪ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৫ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৫৮৩ জন পুরুষ, ৮০০ জন নারী এবং ৫০৯ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরি বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যায় ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধসেরা গোলরক্ষক রূপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা