চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

এডিস মশা তিন দিনে কাড়ল ৬ প্রাণ, শনাক্ত আরো ১০১

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত একদিনে আরো দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন দিনে জেলায় মোট ৬ জনের প্রাণ কাড়ল এডিস মশাবাহিত রোগটি। সবশেষ প্রাণ হারানোদের মধ্যে আনোয়ারা উপজেলার এক শিশু আছে। অপরজন নারী। তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা ছিলেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শিশু রাজশ্রী ধর (১০ মাস) এবং নারী এলিনা হক (৩৫) দুজনই ডেঙ্গুর শক সিনড্রোমের কারণে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গতকাল সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত তিন দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। যেসব হাসপাতালে ডেঙ্গু রোগী আসছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা তা আমরা নজর রাখছি। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে। উপজেলাগুলোকেও সোমবার মাসিক সমন্বয় সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুসারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আলাদা ডেঙ্গু কর্নার খুলে সেবা দেওয়া হবে।

গতকাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়ে সিভিল সার্জন বলেন, সে রকম কিছু এখনো জানানো হয়নি আমাদের। সেখানে অন্য রোগীদের মতোই এখনো ডেঙ্গু রোগীদের সেবা দেয়া হচ্ছে।

চলতি মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১১০০ জন। চলতি বছর মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৫৬৫ জনে। এ বছর জেলায় ডেঙ্গুতে মোট ২০ জন মারা গেছে। এর মধ্যে চলতি মাসেই ১১ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১০ জন শিশু, ছয়জন পুরুষ ও চারজন নারী।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে সারা দেশে এক দিনে সর্বোচ্চ ১৩ মৃত্যু