বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামীকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি। আর এই ম্যাচের জন্য এবং ৯ মার্চ অনুষ্টিতব্য প্রথম টি–টোয়েন্টি ম্যাচের জন্য টিকেটের দাম এবং বিক্রির সময় ঘোষণা করেছে বিসিবি।
ওয়ানডে ম্যাচের টিকিট আজ এবং আগামীকাল যথারীতি এম এ আজিজ স্টেডিয়াম কাউন্টার এবং সাগরিকাস্থ বিটাক মোড়ের বুথে পাওয়া যাবে। আর টি–টোয়েন্টি ম্যাচের টিকিট আগামী ৮ এবং ৯ মার্চ এই দুই কাউন্টারে পাওয়া যাবে। বিসিবি ঘোষিত টিকিটের দাম অনুযায়ী গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে
গুনতে হবে ১৫০০ টাকা। রুপটপ হসপিটালিটির জন্য গুনতে হবে ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল টিকিটের দাম ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়া পূর্ব এবং পশ্চিম এই দুই গ্যালারীর টিকিটের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩০০ এবং ২০০ টাকা।