চট্টগ্রামে টিকা গ্রহীতা দুই লাখ ছাড়াচ্ছে

নিবন্ধন সোয়া তিন লাখ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়াচ্ছে আজ। গতকাল সোমবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৬২ ভাগ প্রায়। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৩ লাখ ১৭ হাজার ৫৩৪ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ২০ হাজার ৬০৫ জন টিকা গ্রহণ করেছেন। এসব টিকাগ্রহীতার মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৯ হাজার ২১৪ জন টিকা নিয়েছেন বলে জানান চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ১১ হাজার ৩৯১ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতা ১ লাখ ৯৫ হাজার ৭২০ জনের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৮৯ জন পুরুষ ও ৭৭ হাজার ১৩১ জন মহিলা টিকা নিয়েছেন। আর মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে ৯৬ হাজার ৮৬৫ জন এবং উপজেলা পর্যায়ে ৯৮ হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
অনলাইনে নিবন্ধন ৩ লাখ ছাড়াল : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে ৩ লাখ ছাড়িয়েছে চট্টগ্রামে। সোমবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৩ লাখ ১৭ হাজার ৫৩৪ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে শেষ ৪৮ ঘণ্টায় নিবন্ধন করেছেন ৪১ হাজার ৯৩ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৭১ হাজার ৯০২ জন। আর উপজেলা পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৬৩২ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে চট্টগ্রামেও। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ করোনার টিকা নিচ্ছেন চট্টগ্রামে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধআবুধাবি ফেরত বিমানের সিটে ১০ কোটি টাকার স্বর্ণের বার