চট্টগ্রামে জুমাতুল বিদায় মুসল্লির ঢল

আজাদী অনলাইন | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ২:১৭ অপরাহ্ণ

বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজে মুসল্লির ঢল নামে। জুমার নামাজের আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন।

নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। জুমার খুৎবায় ইমাম ও খতিবগণ যাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন। মুসলমানদের পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান করেন। নামাজ শেষে দেশ জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদিঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজীর দেউড়ি জামে মসজিদ, চকবাজার ওলি খা জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদসহ মহানগরীর মসজিদগুলোতে ছিল মুসল্লির
ভিড়।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পাহাড়ের মাটিভর্তি ৪টি ডাম্পার ট্রাক জব্দ, আটক ৪
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃ’ত্যু