চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল হলেন চেম্বার সভাপতি

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

 

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল নিযুক্ত হয়েছেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ফেয়ারওয়েল রিসিপশনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারি এন্ড প্লেনিপটেনশিয়ারী ইতো নাওকি এই নিযুক্তির ঘোষণা দেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিববর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্‌্রদূত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার বন্দরের এক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ দাবি
পরবর্তী নিবন্ধপ্রত্যক্ষ করের ওপর বেশি গুরুত্ব দিতে হবে