চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট হবে ৭ মার্চ

স্টেডিয়াম পরিদর্শন জেলা প্রশাসকের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও চেতনা নতুন প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে ঢাকার মতো চট্টগ্রামেও হবে জয় কনসার্ট। চট্টগ্রামের কাজির দেউরীর এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। দিনটি উপলক্ষে ঢাকায় কনসার্ট হয়ে আসলেও ব্যান্ডের শহর চট্টগ্রামে এবারই ৭ মার্চ এর জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় ঢাকার একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানটি করবে। ইতোমধ্যেই সর্ম্পূণ আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটটসহ বেশ কয়েকটি ব্যান্ড অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে ৭ মার্চ আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। আমাদের সব ধরণের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।

পূর্ববর্তী নিবন্ধদাবি আদায় না হলে কঠোর কর্মসূচি
পরবর্তী নিবন্ধভাষার গান, ভাষার কবিতা