চট্টগ্রামে ছাদ থেকে পড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিংয়ের বড়বাড়ি এলাকার নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে সালাউদ্দিন বাবুল (৫০) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। 

আজ রবিবার বিকেল ৩টায় বাস ভবনের ছাদ বাগানের রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ভুলবসত পা পিছলে ৫তলা ভবন থেকে পড়ে এই ঘটনা ঘটে।

সালাউদ্দিন বাবু বড়বাড়ি এলাকার আব্দুল মান্নানের ২য় ছেলে ও ২ সন্তানের জনক। তিনি ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা।

ইপিজেড থানান ওসি মোহাম্মদ হোসাইন বলেন, বিকেল ৩টা নাগাদ ভবনের ছাদ বাগানের পাইপের কাজ করার সময় ভুলবসত পা পিছলে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে সাথে সাথে মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের রুমায় অস্ত্রের মুখে ইউপি চেয়ারম্যানকে অপহরণ
পরবর্তী নিবন্ধচবির ডায়েরিতে বঙ্গবন্ধু টানেলের ভুল ছবি, ডায়েরি প্রত্যাহার ও তদন্ত কমিটি