চট্টগ্রামে ছাত্র আন্দোলনে আহত-নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত অর্ধশত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে নগরীর জিইসিস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে এক অনুষ্ঠানের এই অনুদান হস্তান্তর করা হয়। 

এ সময় সারজিস আলম বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকতে চাই। দেশে যাদের চিকিৎসা চলছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা ব্যয় সরকার বহন করলেও হতাহতদের পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি আহত বা চিকিৎসাধীন থাকায় তাদের পরিবার আর্থিক সঙ্কটে পতিত হয়েছে। এমন পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে আমরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।’ 

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধবান্দরবানে পৃথক অভিযানে সারসহ বিপুল খাদ্যসামগ্রী জব্দ