চট্টগ্রামে চোরাই দুই সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ৩:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সঙ্গে চুরি যাওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে থানার কালুরঘাটের ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোরশেদ আলম (২৮) রাউজান নোয়াপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

জান গোছে, বৃহস্পতিবার চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় সিএনজির মালিক আব্দুল্লাহ আল মামুন (৩৬) বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অটোরিকশা উদ্ধারে মাঠে নামে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার সিএনজি অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, কিং আলী গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর লিটনের গোডাউন থেকে আবারও ব্যান্ডরোল উদ্ধার