চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকাল পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ৯ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গত রোববার ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৩০ জন ও আট উপজেলার ১১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি, পটিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই ও চন্দনাইশে একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৭৯ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৩৪০ জন ও গ্রামের ৩৪ হাজার ৭৩৯ জন। গতকালের প্রতিবেদনে করোনায় শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৬ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৬ জন ও গ্রামের ৬৩০ জন।