গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪০ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৩ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৪৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।