চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে ৩ লাখ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

করোনার টিকা গ্রহীতার সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল চট্টগ্রামে। মহানগর ও উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ৩ লাখ ৫৩ হাজার ৭০ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৭৭ ভাগ। গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৪ লাখ ৫৬ হাজার ১৯২ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ৮ হাজার ৯০২ জন টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৫ হাজার ৯৬৬ জন এবং ১৪ উপজেলায় ২ হাজার ৯৩৬ জন টিকা নিয়েছেন।
এদিকে মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকা গ্রহীতা ৩ লাখ ৫৩ হাজার ৭০ জনের মধ্যে ২ লাখ ১২ হাজার ৯৭৪ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬ জন মহিলা।
এদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ৫৫৫ জন মহানগরের এবং ১ লাখ ৬৩ হাজার ৫১৫ জন উপজেলা পর্যায়ে টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টায় নিবন্ধন প্রায় ১২ হাজার : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- চট্টগ্রামে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরইমধ্যে সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৪ লাখ ৫৬ হাজার ১৯২ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। আর শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ১১ হাজার ৯৮৯ জন। নিবন্ধনকৃতদের মধ্যে গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৫৩ হাজার ৭০ জন। হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর ৭৭ ভাগ এরমধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন- চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৯ হাজার ৩৭৩ জন। আর উপজেলা পর্যায়ে ২ লাখ ৬ হাজার ৮১৯ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, সারাদেশের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয় চট্টগ্রামেও। প্রথমদিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ নেন। তবে বেশ কয়দিন ধরে দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা কমে ১০-১৫ হাজারে নেমেছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয়বারের মতো ভ্যাট মেলা, শুরু আজ
পরবর্তী নিবন্ধহাজী সেলিমের এমপি পদের কি হবে?