চট্টগ্রামে এ পর্যন্ত ৫৬ কোটি ৪১ লাখ টাকা আয়কর আদায়

শেষ মুহূর্তে করদাতাদের ভিড়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর অঞ্চল অফিসগুলোতে শেষ মুহূর্তে করদাতাদের ভিড় বেড়েছে। আজ আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। করোনা মহামারির কারণে গত বছরের মতো এ বছরও মেলার আয়োজন করেনি আয়কর বিভাগ। তবে চটগ্রামের চারটি কর অঞ্চল আলাদা আলাদা বুথ বসিয়ে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে। মাসব্যাপী এই আয়োজনে গতকাল পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৪৮ রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৫৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪৮৯ টাকা। কর কর্মকর্তারা জানান, আজ রিটার্ন গ্রহণের শেষ দিন। আয়কর রিটার্ন দাখিলে সময় বাড়ছে না সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে কর অঞ্চলগুলোর পক্ষ থেকে করদাতাদের বারবার স্বাস্থ্যবিধি মানার জন্যও বলা হলেও বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।
গতকাল সোমবার চট্টগ্রাম কর অঞ্চল-১, ২, ৩ বং ৪ এর বুথ ঘুরে দেখা গেছে, করদাতারা ফরম পূরণ থেকে শুরু করে আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় কাটান। বুথের কর কর্মকর্তারা রিটার্ন দাখিলে তাদের সর্বাত্মক সহযোগিতা দেন। অনেকে কর সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন, বুথের দায়িত্বরতরা হাসিমুখে সেসব প্রশ্নের জবাব দিতে দেখা যায়। রিটার্ন দিতে আসা চাকরিজীবী আব্বাস উদ্দিন বলেন, আমি গত ৪ বছর ধরে আয়কর রিটার্ন দিচ্ছি। মেলায় যেভাবে সহায়তা পেতাম, এখানেও একইভাবে সেবা পাচ্ছি।
আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে ২৮ হাজার ৩৯৫ রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ১ হাজার ৮৪০ টাকা, কর অঞ্চল-২ এর অধীনে ১৫ হাজার ৩৭৬ রিটার্নের বিপরীতে ৭ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৩৫৪ টাকা, কর অঞ্চল-৩ এর অধীনে ২৯ হাজার ৪৩৬ রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ১২ লাখ টাকা এবং কর অঞ্চল-৪ এর অধীনে ২৫ হাজার ২২৬টি রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৩৮০ টাকা এবং জরীপ রেঞ্জ-৩ এর অধীন ৩ হাজার ৭১৫ রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯১৫ টাকা। সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ১৪৮ রিটার্নের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৫৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪৮৯ টাকা।
এদিকে জাতীয় আয়কর দিবস পালন করা হবে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সারাদেশে দিবসটি উদযাপন করছে। এবার কর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘কর প্রদানে করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ দৈনিক আজাদীকে বলেন, আগামীকাল (আজ) আয়কর রিটার্ন নেয়ার শেষদিন। এছাড়া একইসাথে আয়কর দিবস পালন করা হবে। করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারও র‌্যালি হচ্ছে না। তবে সকাল ১০টার দিকে বেলুন উড়িয়ে আয়কর দিবস উদযাপন করা হবে। এরপর অনলাইনে ঢাকার আলোচনা অনুষ্ঠানে যুক্ত হবো।

পূর্ববর্তী নিবন্ধওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য খাতের ১৫ নির্দেশনা
পরবর্তী নিবন্ধওমিক্রন খুবই ঝুঁকিপূর্ণ, বিশ্বকে প্রস্তুত থাকতে হবে : হু