চট্টগ্রাম নগরের জামালখানের একটি ভবনে থেকে নষ্ট এসি খুলতে গিয়ে খালে পড়ে মারা গেছেন রাজিব দাশ নামে এক যুবক।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জামালখান খালের পাশের একটি বিল্ডিংয়ে এসি খুলতে গিয়ে ৪ তলা থেকে খালে পড়ে মারা যান তিনি।
নিহত রাজিব দাশের বয়স ২৫ বছর। তিনি চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ধর্মপুর দক্ষিণ পাড়ার মনোরঞ্জন দাশের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আকরাম বলেন, এসি খুলতে গিয়ে খালে পড়ে যুবকটি মারা যায়, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কোতোয়ালী থানার এসআই সেলিম বলেন, জামালখানে এক ডাক্তারের ভবনে নষ্ট এসি মেরামত করতে যায় সেলিম। পরে কোন একসময় বিল্ডিংয়ের ৪ তলা থেকে খালে পড়ে যান। আমাদের খরব দিলে আমরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। অভিভাবকরা আসছেন। এখনো পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হয়নি।