চট্টগ্রামে এনএস কিশোর গ্যাংয়ের প্রধান ব্ল্যাক মঈনসহ ৮ জন গ্রেপ্তার

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ১১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে এনএস কিশোর গ্যাংয়ের প্রধান ব্ল্যাক মঈনসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন মো. মাহিন উদ্দিন প্রকাশ ব্ল্যাক মঈন, মো. নাইমুল হক নাহিয়ান, মো. নাজিম উদ্দিন, মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ, মো. ইকমিহান হাবিব, মো. ফায়াজ, মো. রমজান শেখ ও মো. আলম আমিন ইসলাম সিফাত।

গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে মহড়া দিচ্ছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এনএস কিশোর গ্যাংয়ের ব্ল্যাক মঈন গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি এনএস, কেবি, এমবিএক্স, এক্স-মার্ক ও ব্ল্যাকহোল গ্যাংয়ের সদস্য নাইমুল, নাজিম, তাজিমুল, ইকমিহান, ফায়াজ, রমজান ও আলমকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছুরি, ৫টি লোহার রড ও ২ টি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

পাচঁলাইশ থানার এসআই নয়ন আহমেদ দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় অনেকে পালিয়ে গিয়েছিলেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
পরবর্তী নিবন্ধজিম্মি মুক্তিতে রাজি হামাস, গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের