চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ, এবং ১ জন শিশু রয়েছে। চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত নগরে আক্রান্ত হয়েছে ২৩৪ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে ২৩১ জন। সব মিলিয়ে ৪৬৫ আক্রান্ত হয়েছে। অপরদিকে চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়েছে ৬৯ জন। এছাড়া ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মোট মারা গেছে ৪ জন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।