চট্টগ্রামে আরও ৫২ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১০ জন এ নিয়ে চলতি নভেম্বর মাসে ৪৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশু ও নারীদের আরও যত্নবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপেপার ইম্পোর্টাস এসোসিয়েশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার