চট্টগ্রামে আন্দোলনে নিহত ওমর ফারুকের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দলের কর্মী শহীদ ওমর ফরুকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। তিনি গতকাল সোমবার লালখান বাজার ওয়ার্ডস্থ টাংকির পাহাড় এলাকায় ওমর ফারুকের বাসায় গিয়ে তার পিতা মোহাম্মদ দুলাল মিয়ার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন আবদুল

হালিম স্বপন, নাছিম আহমেদ, আবু বক্কর সিদ্দিক, এস এম শহীদ ইকবাল, মো. ইসমাইল, মো. জুয়েল, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, মো. আবু কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় বরফকল চালু রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধসংঘরাজ অভয়তিষ্য পারিজাত বিহারে কঠিন চীবরদান