Home বৃহত্তর চট্টগ্রাম চট্টগ্রামে আজ কারফিউ ১৬ ঘণ্টা শিথিল

চট্টগ্রামে আজ কারফিউ ১৬ ঘণ্টা শিথিল

0
চট্টগ্রামে আজ কারফিউ ১৬ ঘণ্টা শিথিল

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম জেলায় আজ মঙ্গলবার কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে। রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা শিথিল ছিল। সোমবার এক ঘণ্টা বেড়ে ১৬ ঘণ্টা ছিল। আজও ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসন ও নগর পুলিশের পক্ষ থেকে আজাদীকে এ তথ্য জানানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, নগরীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজাদীকে বলেন, চট্টগ্রামের উপজেলাগুলোতে মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।