চট্টগ্রামে অবরোধে আটকে গেল পর্যটক এক্সপ্রেস

| সোমবার , ৫ মে, ২০২৫ at ৪:১১ অপরাহ্ণ

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামে আটকা পড়েছে আন্তনগর পর্যটক একপ্রেস ট্রেন। অবরোধ চলাকালে ট্রেনটি ১১টা ৫৫ মিনিটে ষোলশহর স্টেশনে আটকা পড়ে।

আজ সোমবার দুপুরে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মুরাদপুর ও সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেল লাইন অবরোধের কারণে ট্রেনটি দুই ঘণ্টা যাবত আটকে আছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ষোলশহর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে রেল লাইন অবরোধ করেছে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্তনগর পর্যটক একপ্রেস ট্রেনটি ষোলশহর রেলস্টেশনে আটকা পড়ে।

এদিকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটার দিকেও ট্রেনটি ষোলশহর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল।

রেল কর্মকর্তারা জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ছয়টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিকাল তিনটায় কক্সবাজার পৌঁছার কথা ছিল পর্যটক এক্সপ্রেস ট্রেনের। যাত্রা পথে বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এই ট্রেনে মোট ১৯টি কোচে আট শতাধিক যাত্রী রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধকিস্তির টাকা নিয়ে ঝগড়া, বাঁশখালীতে স্ত্রীকে খুন করে পালালো স্বামী