চট্টগ্রামে অপহৃত শিশু কুমিল্লা থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকা থেকে ছয় মাস বয়সের এক শিশু অপহৃত হওয়ার পর কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর পিতা ডবলমুরিং থানায় জিডি করলে পুলিশ উদ্ধার করতে অভিযানে নামে।

পরে শনিবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে অপহৃত শিশু রুবাইয়া আক্তার তানহাকে উদ্ধার করেছে। অপহৃত রুবাইয়া ব্রাহ্মনবাড়ীয়ার কসবা এলাকার মো: রুবেলের মেয়ে।

এ-সময় অপহরণকারী সিমা আক্তার (৩২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিমা আক্তার হবিগঞ্জ সদর এলাকার হলেও চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন এলাকায় বসবাস করে।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, শিশুটিকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায় অপহরণকারীরা। তথ্যপ্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শহরকে ক্লিন গ্রীন হেলদি সিটি করতে একতার প্রয়োজন : চসিক মেয়র
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার