চট্টগ্রামে অনুষ্ঠিত হল জার্মানি উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সামিট

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

জার্মান প্রবাসী বাংলাদেশীদের সংগঠন স্ট্যাডি এন্ড ক্যারিয়ার কোচ জার্মানির (এসসিসিজি) এর আয়োজনে গত শনিবার অনুষ্ঠিত হয় জার্মান হায়ার স্টাডি সামিট। এই অনুষ্ঠানে পরিণত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তরুণদের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং বোটানি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসসিসিজির সহপ্রতিষ্ঠাতা রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপিকা ড. তাহমিনা ইসলাম, চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস এম সায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শ্যামল কর্মকার। স্বাগত বক্তব্যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের জেনেটিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আদনান মান্নান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশ গিয়ে দেশের মানচিত্রকে ধারন করাটা কতটা গৌরবের তা তুলে ধরেন। ভারত ও জার্মানিতে গবেষনায় অভিজ্ঞতা নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এসসিসিজি’র সিনিয়র ক্যারিয়ার এঙপার্ট ড. তাহমিনা ইসলাম তার শিক্ষাজীবন এবং গবেষনার গল্পে তার সফলতার পিছনে নেটওয়ার্কিং তাৎপর্য তুলে ধরেন।

অনু্‌ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবি অধ্যাপক ড. তাপস কুমার ভৌমিক, ইউএসটিসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আবদুল মোতালেব, জয়শ্রী দাশ ও কামিরুল হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দীন মুন্না, ইউসিটিসি’র সহযোগী অধ্যাপক মাইমুনা খাতুন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিদোয়ান হক ও ইয়াসির সিলমী, আন্তজার্তিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, হুইজ কমিউনিকেশন্সের পরিচালক কাজী আরফাত, ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সৌমেন কানুনগো, টিম চিটাগংয়ের সহপ্রতিষ্ঠাতা জহির রায়হান ও চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চট্টগ্রামের বিভিন্ন স্বনাম প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং ইয়্যূথ লিডারবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে অতিথিবৃন্দ বাংলাদেশে এসসিসিজি এর আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফিরলেন ৪৫ বাংলাদেশি, মিয়ানমারে ফিরে গেলেন ১৩৪ জন
পরবর্তী নিবন্ধনতুন বাজেট দুর্নীতি ও সিন্ডিকেট কারসাজিকে আরো উৎসাহিত করবে