চট্টগ্রামে অনুপস্থিত ২৫ শতাংশ পরীক্ষার্থী

বিডিএস ভর্তি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

বিডিএস (ডেন্টাল) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রের অধীনে চট্টগ্রামের মোট চারটি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চার ভেন্যুর মধ্যে চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম সরকারি কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ এবং বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল এন্ড কলেজ ভেন্যুতে এ পরীক্ষা নেয়া হয়। সকাল দশটায় শুরু হয়ে বেলা ১১টায় এ পরীক্ষা শেষ হয়। তবে প্রতি একশ জনে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল গতকালের ভর্তি পরীক্ষায়। এ তথ্য নিশ্চিত করে চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার আজাদীকে বলেন, বিডিএস ভর্তি পরীক্ষায় চমেক কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ২০০ জন। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৩৭৪ জন। বাকি ১ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। হিসেবে ২৫ শতাংশের বেশি পরীক্ষার্থী ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি।
এত সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে চমেক অধ্যক্ষ বলেন, এর মাঝে অনেকেই হয়তো এমবিবিএস-এ চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে। এছাড়া আরো বিভিন্ন জায়গায় হয়তো অনেকেই ভর্তি হয়েছে। যার কারণে তারা ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি।
চমেক প্রশাসন বলছে, ভর্তি পরীক্ষা গ্রহণে স্বাস্থ্য বিধি প্রতিপালনে গুরুত্ব দেয়া হয়েছে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হয়নি। পরীক্ষার হলে ন্যূনতম ৩ ফিট দূরত্বে পরীক্ষার্থীদের বসানো হয়েছে। সবমিলিয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এবং অনেকটা শান্তিপূর্ণ ভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার।
এদিকে, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশ নিলেও প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা ছিল চোখে পড়ার মতো। যেখানে স্বাস্থ্য বিধি প্রতিপালন অনেকটা কিতাবের বিষয়।
পরীক্ষা গ্রহণের সাথে সংশ্লিষ্টরা বলছেন, অভিভাবকদের জটলার কারণে কেন্দ্রের বাইরে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এটি অভিভাবকদের চরম অসচেতনতা। অভিভাবকরা এটি না করলেও পারেন। যারা পরীক্ষার্থী ছিল, তারা কিন্তু এতটা ছোট না যে; তার জন্য ওভাবে অপেক্ষায় কেন্দ্রের সামনে জটলা করতে হবে। এটা গ্রহণযোগ্য না। পরীক্ষা কেন্দ্রের সামনে জটলা বা ভিড় না করতে আগে থেকেই নির্দেশনা দেয়া হয় বলে জানান চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার।
উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসমূহের এমবিবিএস ১ম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডেন্টালের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় তা আর হয়নি। অবশেষে গতকাল এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভারতে উৎপাদন বাড়লেই বাংলাদেশ টিকা পাবে : তথ্যমন্ত্রী