চট্টগ্রামের ৫ এমপি হলেন চবির সিনেট সদস্য

চবি প্রতিনিধি | সোমবার , ১০ জুন, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৫ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোনীত নতুন ৫ সিনেট সদস্য হলেন, চট্টগ্রাম৬ আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, কক্সবাজার২ আসনের আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম২ আসনের খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম৪ আসনের এস এম আল মামুন এবং চট্টগ্রাম১ আসনের সাংসদ মাহাবুব উর রহমান রুহেল। সিনেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করে থাকেন। উপউপাচার্য, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত ৫ জন সংসদ সদস্য, চ্যান্সেলর মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা প্রতিষ্ঠানের পাঁচজন, পদাধিকারবলে একজন সদস্য, রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটবৃন্দ মনোনীত ২৫ জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচিত ৩৩ জন, সচিব এবং পাঁচজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সিনেট বডি গঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধজয়ের রথ সচল রাখার পালা আজ সামনে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধমইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠে এবারও বসেছে পশুর হাট