চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে রিটার্নিং অফিসার নিয়োগ

পাঁচটিতে বিভাগীয় কমিশনার, ১০টিতে জেলা প্রশাসক ও একটিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে আসন ভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৩শ’ সংসদীয় আসনে আসন ভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম৪ সীতাকুণ্ড ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম৫ হাটহাজারী ও চসিকের ১০ ও ২ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম৮ বোয়ালখালী উপজেলা ও চসিকের ৩, , , ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম৯ কোতোয়ালী সংসদীয় আসন। চট্টগ্রাম১০পাহাড়তলীহালিশহরখুলশী আসন।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে। এই আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এবং বন্দর থানার নির্বাচন কর্মকর্তা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম১ মীরসরাই আসন, চট্টগ্রাম২ ফটিকছড়ি আসন, চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন, চট্টগ্রাম৬ রাউজান, চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম১২ পটিয়া, চট্টগ্রাম১৩ আনোয়ারার্কণফুলী, চট্টগ্রাম১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক, চট্টগ্রাম১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক এবং চট্টগ্রাম১৬ বাঁশখালী সংসদীয় আসন।

সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে।

একই সাথে চট্টগ্রাম৪ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম৫ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম৮ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম৯ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে চান্দগাঁও এবং কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম১০ আসনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে পাহাড়তলী থানা ও ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাগত এনসিপির, নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান
পরবর্তী নিবন্ধচেয়ারে পা তুলে বসা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, ছাত্রদলকর্মী নিহত