চট্টগ্রামের ১৬ আসনের জন্য এসেছে স্বচ্ছ ব্যালট বক্স

২০২২ ভোটকেন্দ্র, প্রতি বুথে ১টি ব্যালট বক্স ও প্রতি কেন্দ্রে অতিরিক্ত থাকবে ১টি করে

শুকলাল দাশ | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের লক্ষ্যে একে একে সকল প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। ইতোমধ্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বৃহত্তর চট্টগ্রামের ২৩ সংসদীয় আসন এবং চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য আসন ভিত্তিক ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের চাহিদাপত্র অনুযায়ী স্বচ্ছ ব্যালট বঙও নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের প্রধান অফিস সহকারী প্রিয় রঞ্জন বড়ুয়া। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রতিটি বুথে একটি করে স্বচ্ছ ব্যালট বঙ লাগবে এবং প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বঙ থাকবে। সেই হিসেবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৬ হাজার ৪৪০টি স্বচ্ছ ব্যালট বঙ লাগবে। এরমধ্যে চট্টগ্রাম নির্বাচন অফিসে মজুদ আছে ১৪ হাজার ২০৮টি। অবশিষ্ট ২ হাজার ২৩২টি ব্যালট বঙের প্রয়োজন আছে বলে নির্বাচন কমিশনের চাহিদাপত্র পাঠানো হয় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। চাহিদাপত্র অনুযায়ী নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে ৫ হাজার স্বচ্ছ ব্যালট বঙ পাঠানো হয়েছে। ২ হাজার ২৩২টি ব্যালট বঙের বিপরীতে নির্বাচন কমিশন থেকে ২ হাজার ৭৬৮টি ব্যালট বঙ বাড়তি পাঠানো হয়েছে। ব্যালট বঙগুলো এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে রাখা হয়েছে বলে জানান প্রিয় রঞ্জন বড়ুয়া।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন থেকে সারাদেশের মতো চট্টগ্রামেও আসন ভিত্তিক ভোট গ্রহণের জন্য কি পরিমাণ স্বচ্ছ ব্যালট বঙ লাগবে তার তালিকা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বৃহত্তর চট্টগ্রামের ২৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক স্বচ্ছ ব্যালট বঙের চাহিদাপত্র গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সচিব বরাবরে পাঠিয়েছেন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক আজাদীকে বলেন, আসন্ন সংসদ নির্বাচনের জন্য আসন ভিত্তিক স্বচ্ছ ব্যালট বঙের চাহিদা কমিশন থেকে চাওয়া হয়েছিল। আমরা আসন ভিত্তিক স্বচ্ছ ব্যালট বঙের তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। আমাদের এখানে কি পরিমাণ মজুদ আছে আরো কি পরিমাণ ব্যালট বঙ লাগবে তার তালিকা পাঠিয়েছি। এর আগে মোট ভোট কেন্দ্রের তালিকাও পাঠিয়েছি। ভোটার তালিকা, ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যা চূড়ান্ত হয়েছে।

এদিকে নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেভাবে প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।

পূর্ববর্তী নিবন্ধএমপি প্রার্থী হতে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মামুনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধকমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন