চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে খলিল খান চিরস্মরণীয় হয়ে থাকবেন

স্মৃতি পরিষদের সভায় বক্তারা

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ফেরদৌস বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহম্মদ খলিল খান বিএনপির রাজনীতিতে ছিলেন একজন কর্মীবান্ধব ও ত্যাগী নেতা। তিনি মৃত্যুর আগে পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে খলিল খান চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি থাকবেন মানুষের হৃদয়ে। তিনি গতকাল নগরীর স্টেশন রোড়স্থ হোটেল সৈকতের হলরুমে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহম্মদ খলিল খানের আত্মার মাগফেরাত কামনায় আহম্মদ খলিল খান স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা ইদ্রিছ মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও জিয়া উদ্দিন চৌধুরী আশফাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ। এতে বক্তব্য রাখেন মরহুম খলিল খানের সন্তান মো. জাবেদ খান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন খান মুকুল, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুল হক চেয়ারম্যান, কামরুল ইসলাম হোসাইনী, সিরাজুল ইসলাম সওদাগর, এড. নুরুল ইসলাম, নবাব মিয়া, জসিম আবদুল্লাহ, অধ্যাপক শামসুদ্দোহা চৌধুরী, আবু তাহের চৌধুরী, মো. আলী কুসুমপুরি, নূর মোহাম্মদ চেয়ারম্যান, এড. এরশাদুর রহমান রিটু, নুরুন্নবী চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, মো. হাসান আলী, গাজী শাহাদাত হোসেন, আবু তাহের বিএসসি, এড. শেখ জামাল উদ্দিন, এড. লোকমান শাহ, এড. ওয়াহিদুল ইসলাম, মো. সোলায়মান, দেলোয়ার হোসেন বাহার, আবদুল হামিদ তালুকদার, আবু বক্কর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরশে ভক্তদের ঢল
পরবর্তী নিবন্ধআজ মহিলা আ’লীগ নেত্রী নীলুফার কায়সারের ১৫তম মৃত্যুবার্ষিকী