চট্টগ্রামের রঞ্জন সেন কলকাতায় উপ-হাইকমিশনে প্রেস সচিব

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রঞ্জন সেনকে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে প্রেস উইংয়ের প্রথম সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে ভারতের কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে প্রেস উইং এ প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। রঞ্জন সেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। একুশে টিভির আগে তিনি এটিএন নিউজ, দেশটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), সাংপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা এই সাংবাদিক ভারতের আইআইএমসি থেকে ডেভেলপমেন্ট জার্নালিজমে ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টেন ফেলোশিপ সম্পন্ন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে অ্যাডমিশন ফেয়ার শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫০ লিটার চোলাই মদ উদ্ধার গ্রেপ্তার ৪