চট্টগ্রামের মেয়ে ফাইজা পেল আন্তর্জাতিক পুরস্কার

ডিজিটাল শিক্ষা

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

আমেরিকা ও সিঙ্গাপুরের তিন প্রতিযোগীকে হারিয়ে কিউরিয়াস বিভাগে বিএসডি কেয়ার অ্যাওয়ার্ডস-২০২১ জিতেছেন চট্টগ্রামের মেয়ে ফাইজা ফারিয়া হৃদি। ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ফাইজা আপসকিলের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। ছোট বাচ্চাদের শিক্ষার সুবিধার্থে বিএসডির প্ল্যাটফর্ম ব্যবহার করেন তিনি। উল্লেখ্য, বিএসডি হলো বিশ্বব্যাপী ডিজিটাল শিক্ষার একটি প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পাশাপাশি শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে কাজ করে বিএসডি। প্রধান কার্যালয় হংকংয়ে হলেও সারা বিশ্বের স্কুলগুলোর সাথে সম্পর্কিত বিএসডি। পুরস্কারপ্রাপ্তি নিয়ে ফাইজা বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে পুরস্কারটি পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, ডিজিটাল শিক্ষা ভবিষ্যতে বড় একটি জায়গা দখল করে নেবে। এ বিষয়ে ছোট বাচ্চাদের আরো দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। মেধাবী শিক্ষার্থী ফাইজা স্নাতক করেছেন পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে। ৩.৯০ সিজিপিএ থাকায় স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পান তিনি। দেশ-বিদেশের বিভিন্ন সেমিনার ও ফোরামে অংশ নিয়েছেন তিনি। যুক্ত রয়েছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও। বর্তমানে আমেরিকার ক্যানোপিতে গবেষণা বিশ্লেষক হিসেবে কাজ করছেন ফাইজা।
তিনি বলেন, গবেষণা আর লেখালেখি ছাড়াও বইয়ের পোকা হিসেবে আমার সুনাম রয়েছে। আমি তথ্য অন্বেষণ ও শোষণের প্রক্রিয়া উপভোগ করি। আশা করি, আপসকিল এবং বিএসডির মাধ্যমে ডিজিটাল শিক্ষা নিয়ে আরো কাজ করতে পারবো। চিটাগাং ক্লাব লিমিটেড এবং মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের স্থায়ী সদস্য সাইফুল্লাহ চৌধুরী ও নাজমা বেগমের জ্যেষ্ঠ কন্যা ফাইজা। তিনি চট্টগ্রাম বে-বিউ স্কুলের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে প্লে পেন স্কুল থেকে এ লেবেল শেষ করেন।

পূর্ববর্তী নিবন্ধউদ্ভাবক পুরস্কার পেলেন বন্দরের সদস্য জাফর আলম
পরবর্তী নিবন্ধকরোনাকালেও গতি বেড়েছে নিলামের