চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে হাইকোর্টে তলব

আদালতের আদেশ লঙ্ঘন

আজাদী অনলাইন | রবিবার , ২ জুন, ২০২৪ at ১০:৫৬ অপরাহ্ণ

আদালতের আদেশ লঙ্ঘন করে বনভূমিতে জাহাজ ভাঙা ইয়ার্ডের ইজারা চুক্তি পুনর্বহাল করায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজিকে তলব করেছেন হাইকোর্ট। তাঁকে আগামী ৯ জুলাই সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের বাতিল করা ইজারা চুক্তি বিভাগীয় কমিশনারের পুনর্বহাল আদেশের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আজ রোববার হাইকোর্টে আদালত অবমাননার মামলা করে।

শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল ও আদেশ জারি করেন।

বেলার আইনজীবী এস হাসানুল বান্না বলেন, পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। হাইকোর্ট পুনর্বহাল আদেশ দেওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীনকে তলব করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা