চট্টগ্রামের বাজারে নতুন আপেল ফ্লেভারের ফ্যান্টা

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাজারে নতুন আপেল ফ্লেভারের ফ্যান্টা নিয়ে এলো কোকা-কোলা বাংলাদেশ। শীঘ্রই দেশের অন্যান্য শহরেও পাওয়া যাবে নতুন এই কোমল পানীয়। এই নতুন ফ্লেভার চালু হওয়ার ফলে দেশের বাজারে এখন দুই ধরনের ফ্লেভারে ফ্যান্টা পাওয়া যাবে। শুরুতে ২৫০ মি.লি. প্যাকে পাওয়া গেলেও পরবর্তীতে বিভিন্ন সাইজের প্যাকে এই পানীয়ের স্বাদ উপভোগ করতে পারবেন ভোক্তারা।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, বাংলাদেশের বাজারে ফলের স্বাদযুক্ত পানীয়ের দারুণ চাহিদা আছে। আমরা সবসময় ভোক্তাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমাদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা আপেলের স্বাদের নতুন ফ্যান্টা অ্যাপল নিয়ে আসছি। গতানুগতিক অ্যাপল ফ্লেভারের পানীয় থেকে এটি আলাদা। চট্টগ্রামের বাজারে এই পানীয় যাত্রা শুরু করছে। খুব দ্রুতই দেশের অন্যান্য জায়গায়ও তা পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং প্রিপারেটরি স্কুলে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মহানগর কমিটি গঠিত