চট্টগ্রামের বধ্যভূমি সমপ্রসারণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের মেয়র জানান, হীনস্বার্থে ভূমিখেকোরা জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলেছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ব্যথিত করে। এজন্য বধ্যভূমি সমপ্রসারণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে, বধ্যভূমির ডিজাইন ও এস্টিমেশন সম্পন্ন হয়েছে। শীঘ্রই বধ্যভূমি পুন:নির্মাণের কাজ শুরু হবে।
এসময় মেয়র বধ্যভূমি পরিদর্শন করেন এবং এর উন্নয়নে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। সিটি মেয়রের সাথে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।