চট্টগ্রামের নালাগুলো একেকটা মৃত্যুর ফাঁদ

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু অলিগলি, প্রায় সর্বত্রই খোলা নালার ছড়াছড়ি। নগরবাসীর চলাচলের পথে এই নালাগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হারাচ্ছে তাজা প্রাণ সর্বশেষ চকবাজার থানায় কাপাসগোলায় খালে পড়ে ছয় মাসের শিশু সেহেরিজের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো শহরবাসীকে। ২০২৩ সালে আগ্রাবাদ বঙ্গীপাড়ায় খোলা নালায় পড়ে মারা যায় দেড় বছরের শিশু ইয়াসিন আরাফাত। এর আগে আরও বেশ কজন শিশু ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছে একইভাবে। শুধু চকবাজার বা আগ্রাবাদ নয়, বায়েজিদ, হালিশহর, বাকলিয়া, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় খোলা বা ভাঙা নালার কারণে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। বর্ষা মৌসুমে এসব নালা পানিতে পরিপূর্ণ হয়ে গিয়ে পথচারীর জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় নালার মুখ রাস্তার সমান হয়ে যায়, ফলে বোঝার উপায় থাকে না কখন পা পিছলে প্রাণ হারাতে হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এসব খোলা নালা, খাল ও ড্রেন ঢেকে দেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এখনই ব্যবস্থা না নিলে সামনে বর্ষা মৌসুমে নগরবাসীকে আরও ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হবে।

জোহরা রোজি,

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ মোদাব্বের : শিশুসাহিত্যিক ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধদৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে